চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার
পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের অগ্রাধিকার দেয়ার আহ্বান
- আপলোড টাইম : ০৮:১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৭৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহব্ ুউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সেমিনারের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
এসময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি সুরুজ হোসেন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত ও চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মো. মোসাব্বেরুজ্জামান। সেমিনারটি পরিচালনা করেন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার আব্দুর রহমান। পবিত্র কুরআন থেকে পাঠ করেন পীরগঞ্জ জামে মসজিদের ইমাম আব্দুল রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। বিদেশগামী শ্রমিকরা দেশের বাইরে নির্যাতিত হচ্ছে। আর আমরা দেশে শুধু সভা করি। তাতে কোনো কাজ হবে না। বিদেশগামী শ্রমিকদের যত সুপারিশ আসবে, তার মধ্যে একটি সুপারিশ বাস্তবায়ন হলে সেমিনার সফল হবে। সেটা করতে না পারলে সেমিনার সফল হবে না।’
সেমিনারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক সহযোগিতাসহ নানা বিষয়ে তাদের সহযোগিতা করার আহবান জানানো হয়। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন দপ্তর, অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ স্টেকহোল্ডাররা অংশ নেন।
এদিকে, ঝিনাইদহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সংযোগের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত সেমিনারে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কারিগরি প্রশিক্ষণার্থী, বিদেশগমনেচ্ছুসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সংযোগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, ঝিনাইদহ যুব উন্নয়নের উপ-পরিচালক বিলকিস আফরোজ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, ছাত্র প্রতিনিধি হৃদয় আহমেদ ও ষাটবাড়িয়া গ্রামের আদিবাসী কৃষ্ণ রানী প্রমুখ।
সেমিনারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক সহযোগিতাসহ নানা বিষয়ে তাদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন দপ্তর, অফিস ও বেসরকারি উন্নয়ন সংস্থার ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।