ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা শাখার শপথ গ্রহণ
- আপলোড টাইম : ০৮:০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় ‘আই.এ.বি’ অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলামের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা শাখার সভাপতি মীর শফিউল ইসলামের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মাদ হাসানুজ্জামান সজিব। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ ফাহিম ফয়সাল।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘যুবকরা জেগে উঠলেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে। ৫ আগস্টের পর দেশে প্রমাণ হয়েছে, বহু রাজনৈতিক সংগঠন থাকলেও দলীয়করণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করা সম্ভব হয়নি। মানুষের সেবার কথা বলে রাজনীতি করলেও বরাবরই যুবসমাজকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। আগামীর বাংলাদেশে আদর্শিক যুবসমাজ গঠনের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকলে মিলে কাজ করার অঙ্গীকার নিতে হবে।’
শপথের পূর্বে চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মীর শফিউল ইসলাম ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৫-২৬ সেশনের দায়িত্বপ্রাপ্তরা সভাপতি মীর শফিউল ইসলাম, সহসভাপতি মুহাম্মাদ জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি আনওয়ারুল করীম বিপ্লব, দপ্তর সম্পাদক হামিদুল হক, দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক মুফতি তাসনিম কাওছার, প্রকাশনা সম্পাদক রাকিব হাসান শুভ, অর্থ সম্পাদক মুহাম্মাদ মনিরুজ্জামান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা আবু হুরাইরা, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লিটন মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান রানা, আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি মোসাদ্দেক বিল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আনারুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক আরিফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুর রহিম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুস্তাকিম রহমান, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক মাওলানা হানজালা হুসাইন, উপ-সম্পাদক আব্দুল হাকিম, ইমাজ উদ্দিন, সোহান হোসেন, মামুনুর রশিদ। গতকাল রাতে ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি তাসনিম কাওছার প্রেরিত বার্তায় এসব তথ্য জানানো হয়।