শিরোনাম:
চুয়াডাঙ্গায় সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
- আপলোড টাইম : ০৮:০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে ও নিবন্ধনবিহীন কারখানায় সেমাই তৈরি করার অপরাধে সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার ও দৌলতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করার সময় এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ গ্রহণ ব্যতিত সেমাই তৈরি করায় মইনুল হকের প্রতিষ্ঠান মেসার্স হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।