শিরোনাম:
গাংনীতে আওয়ামী লীগ নেতা অতুল গ্রেপ্তার
প্রতিবেদক, গাংনী:
- আপলোড টাইম : ০৩:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
অপারেশন ডেভিল হান্টে মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুলকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে গাংনী থানা-পুলিশের একটি দল সাহারবাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলমান রয়েছে। এ অভিযানে আওয়ামী লীগ নেতা অতুলকে গ্রেপ্তার করে একটি মামলার আসামি হিসেবে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।