ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

শৈলকুপায় ট্রিপল মার্ডার, জড়িত সন্দেহে দুজন আটক

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৩:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র‌্যাব-৬। গত সোমবার রাতে ঝিনাইদহ শহর ও গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হরিণাকুণ্ডুু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের মৃত আনজের আলীর ছেলে আনারুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের করা হলে রাতে অভিযান শুরু করে র‌্যাব। রাতেই ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।
র‌্যাবের সুত্র জানায়, সাইদ ও আনারুল পেশাদার খুনি ও চাঁদাবাজ। সাইদ সম্প্রতি হরিণাকুণ্ডুর পার্বতিপুর এলাকায় চাঁদার জন্য রাস্তার কাজ বন্ধ করে দেয়। মোটা অঙ্কের চাঁদা দিয়ে আবার কাজ শুরু করে। গোয়েন্দা সূত্রগুলো জানায়, সাইদ ও আনারুল এক সময় সন্ত্রাসী হানেফ বাহিনীর সঙ্গে যুক্ত ছিল। বনিবনা না হওয়ায় তারা পক্ষ ত্যাগ করে। তবে এই ট্রিপল মার্ডারের সঙ্গে যুক্ত কি না, তা নিশ্চিত হতে পারেনি র‌্যাব।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠায় হত্যাকারীরা। এ ঘটনায় রোববার নিহত হানিফের ভাই সাজেদুল ইসলাম এশা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

শৈলকুপায় ট্রিপল মার্ডার, জড়িত সন্দেহে দুজন আটক

আপলোড টাইম : ০৩:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র‌্যাব-৬। গত সোমবার রাতে ঝিনাইদহ শহর ও গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হরিণাকুণ্ডুু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের মৃত আনজের আলীর ছেলে আনারুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের করা হলে রাতে অভিযান শুরু করে র‌্যাব। রাতেই ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।
র‌্যাবের সুত্র জানায়, সাইদ ও আনারুল পেশাদার খুনি ও চাঁদাবাজ। সাইদ সম্প্রতি হরিণাকুণ্ডুর পার্বতিপুর এলাকায় চাঁদার জন্য রাস্তার কাজ বন্ধ করে দেয়। মোটা অঙ্কের চাঁদা দিয়ে আবার কাজ শুরু করে। গোয়েন্দা সূত্রগুলো জানায়, সাইদ ও আনারুল এক সময় সন্ত্রাসী হানেফ বাহিনীর সঙ্গে যুক্ত ছিল। বনিবনা না হওয়ায় তারা পক্ষ ত্যাগ করে। তবে এই ট্রিপল মার্ডারের সঙ্গে যুক্ত কি না, তা নিশ্চিত হতে পারেনি র‌্যাব।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠায় হত্যাকারীরা। এ ঘটনায় রোববার নিহত হানিফের ভাই সাজেদুল ইসলাম এশা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করে।