ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

প্রতিশ্রুতি দেওয়া ৪ দফা দাবি বাস্তবায়ন ও দাবির বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছেন মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিংয়ের (ম্যাটস) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় দাপ্তরিক সম্পাদক আবু বকর সিদ্দীক, জেলা শাখার সভাপতি মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক সাগর পাল, মেডিকেল সহকারী রুহুল আমিনসহ অন্যান্যরা বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে উল্লেখিত দাবি গুলো হলো, এক যুগের (১২ বছরের) অধিক সময় বন্ধকৃত স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া অতিদ্রুত সচল কর ত হবে এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে (কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসা শিক্ষায় শিক্ষিতদের পরিবর্তে নন মেডিকেল পার্সন দ্বারা চিকিৎসা প্রদানের নামে জনগণের সাথে প্রহসন কর হচ্ছে)। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নামসহ কোর্স কারিকুলামের ত্রুটি ও অসংগতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক প্রণয়ন করতে হবে। বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণসহ প্রস্তাবিত ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।

কেন্দ্রীয় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক আবু বকর অভিযোগ করে বলেন, তাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে এবং প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হচ্ছে না। তারা আরও জানান, কিছু গ্রাজুয়েট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী তাদের দাবিগুলো নিয়ে মিথ্যাচার ও কটূক্তি করছেন, যা আন্দোলনকে বাধাগ্রস্ত করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, যদি তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিশ্রুতি দেওয়া ৪ দফা দাবি বাস্তবায়ন ও দাবির বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছেন মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিংয়ের (ম্যাটস) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় দাপ্তরিক সম্পাদক আবু বকর সিদ্দীক, জেলা শাখার সভাপতি মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক সাগর পাল, মেডিকেল সহকারী রুহুল আমিনসহ অন্যান্যরা বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে উল্লেখিত দাবি গুলো হলো, এক যুগের (১২ বছরের) অধিক সময় বন্ধকৃত স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া অতিদ্রুত সচল কর ত হবে এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে (কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসা শিক্ষায় শিক্ষিতদের পরিবর্তে নন মেডিকেল পার্সন দ্বারা চিকিৎসা প্রদানের নামে জনগণের সাথে প্রহসন কর হচ্ছে)। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নামসহ কোর্স কারিকুলামের ত্রুটি ও অসংগতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক প্রণয়ন করতে হবে। বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণসহ প্রস্তাবিত ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।

কেন্দ্রীয় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক আবু বকর অভিযোগ করে বলেন, তাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে এবং প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হচ্ছে না। তারা আরও জানান, কিছু গ্রাজুয়েট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী তাদের দাবিগুলো নিয়ে মিথ্যাচার ও কটূক্তি করছেন, যা আন্দোলনকে বাধাগ্রস্ত করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, যদি তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।