ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

জীবননগরে ইফতার ও খাদ্যসামগ্রী পেল ৩০০ পরিবার

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে জীবননগরে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, খেজুর, দুধ ও চিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, দেশে মূল্যস্ফীতির বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষজন কিছুটা কষ্টে রয়েছে। যদিও সরকার পণ্য আমদানি স্বাভাবিক রেখে সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে রমজানে দোস্ত এইড সোসাইটি ৩০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এতে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে দোস্ত এইডের নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল, এবলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাসার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গার শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলী, জুনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম ও অনিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌলটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ আল ফারুকী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে ইফতার ও খাদ্যসামগ্রী পেল ৩০০ পরিবার

আপলোড টাইম : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে জীবননগরে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, খেজুর, দুধ ও চিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, দেশে মূল্যস্ফীতির বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষজন কিছুটা কষ্টে রয়েছে। যদিও সরকার পণ্য আমদানি স্বাভাবিক রেখে সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে রমজানে দোস্ত এইড সোসাইটি ৩০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এতে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে দোস্ত এইডের নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল, এবলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাসার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গার শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলী, জুনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম ও অনিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌলটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ আল ফারুকী।