কার্পাসডাঙ্গার কুতুবপুর সড়কে সন্ধ্যরাতে ছিনতাই
- আপলোড টাইম : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে মুন্সিপুর থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত নুর বক্সের ছেলে শহিদুল ইসলাম। তিনি বলেন, দআমি মুন্সিপুর থেকে বাড়ি ফেরার পথে কুতুবপুর গালকাটি নামক সড়কের কাছে পৌঁছালে দুজন যুবক আমার সাইকেল চেপে ধরে বাগানে নিয়ে যায়। এসময় আরও ৪ জন যুবক আসে। তাদের সকলের মুখ মাফলার দিয়ে জড়ানো ছিল। তারা আমার কাছে থাকা নগদ ১২০০ টাকা ছিনিয়ে নেয় এবং বলে চিৎকার করলে তোর আরও ক্ষতি হবে। এসময় আমি বাধ্য হয়ে ভয়ে টাকা দিয়ে জীবন বাঁচিয়ে চলে আসি।’ এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিয়ামুল হক বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। ভিকটিমের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’