দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে
চুয়াডাঙ্গার শংকরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফ
- আপলোড টাইম : ১২:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
- / ৫৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ পরিচালনা করবে। তাদের এখন থেকেই দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করা। একজন ছাত্র আজ শিশু, কাল কিশোর, এরপর যুবক হয়ে একদিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। একজন মাত্র যুবকও দেশের প্রতি দায়বদ্ধ থেকে পরিবার, প্রতিবেশী ও দেশের মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারে।’
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। বাস্তব জীবনে এর প্রয়োগ করতে হবে। সততা, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি পর্যায়ে শিক্ষকদের দেওয়া জ্ঞান ও মূল্যবোধ মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। আজকের বিদায়ের মুহূর্ত কেবল বিদ্যালয় জীবনের সমাপ্তি নয়, এটি নতুন এক পথচলার সূচনা। ভবিষ্যতে তারা যেন শিক্ষাপ্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেটাই প্রত্যাশা।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, নিজেদের মধ্যে সব বিভেদ, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হোন। মনে রাখবেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো দেশের প্রতিটি সংসদ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা। মনোনয়ন যেই পাক না কেন, চুয়াডাঙ্গার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এই লড়াই শুধু একটি নির্বাচনকে কেন্দ্র করে নয়, বরং এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত সোহেল আহম্মেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা। এছাড়াও অতিথি ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, সহসভাপতি আব্দুল হাই এবং জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ। অনুষ্ঠানে উপস্থিত অতথিরা নবীন শিক্ষার্থীদের বরণ করেন এবং তাদের ভভিষ্যৎ শিক্ষা জীবনে সাফল্য কামনা করেন।