ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

আলমডাঙ্গা ও দামুড়হুদায় থানা পুলিশের বিশেষ অভিযান

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ও দামুড়হুদা থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে থানাধীন বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ডেভিল হান্টে পূর্বের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন এসআই ওয়াহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১০, ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, তৎসহ ৩/৪/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর তদন্তে প্রাপ্ত আসামি ৪ নম্বর বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইবনে সাঈদ লিমন (৩২) এবং হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেনকে (৫৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকালই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, দামুড়হুদা থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ওরফে মমিন মাস্টার (৫৮) গ্রেপ্তার হন। তিনি নতিপোতা মাঝেরপাড়া গ্রামের মৃত মছদিল হোসেনের ছেলে। গতকাল বেলা আড়াইটার দিকে দামুড়হুদার গুলশানপাড়ায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃপা সিন্ধুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মমিন মাস্টারকে গ্রেপ্তার করা হয়। মোমিন মাস্টারের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা নম্বর ০৫, তারিখ-১৭/০২/২০২৫; জিআর নং-১৯/২৫; ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকেও গতকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

আলমডাঙ্গা ও দামুড়হুদায় থানা পুলিশের বিশেষ অভিযান

আপলোড টাইম : ১২:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গা ও দামুড়হুদা থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে থানাধীন বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ডেভিল হান্টে পূর্বের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন এসআই ওয়াহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১০, ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, তৎসহ ৩/৪/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর তদন্তে প্রাপ্ত আসামি ৪ নম্বর বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইবনে সাঈদ লিমন (৩২) এবং হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেনকে (৫৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকালই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, দামুড়হুদা থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ওরফে মমিন মাস্টার (৫৮) গ্রেপ্তার হন। তিনি নতিপোতা মাঝেরপাড়া গ্রামের মৃত মছদিল হোসেনের ছেলে। গতকাল বেলা আড়াইটার দিকে দামুড়হুদার গুলশানপাড়ায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃপা সিন্ধুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মমিন মাস্টারকে গ্রেপ্তার করা হয়। মোমিন মাস্টারের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা নম্বর ০৫, তারিখ-১৭/০২/২০২৫; জিআর নং-১৯/২৫; ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকেও গতকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।