চুয়াডাঙ্গায় ৯৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার
- আপলোড টাইম : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৯৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দামুড়হুদা থানার গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গতকাল জেলা গোয়েন্দা শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলা পুলিশের প্রতিটি ইউনিট মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ডিবির একটি দল এসআই মুহিদ হাসানের নেতৃত্বে এএসআই মামুনুর রহমান, এএসআই রজিবুল হক, এএসআই রমেন কুমার সরকার এবং সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
অভিযানে দামুড়হুদা থানার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে আকরাম হোসেন ওরফে আকালে (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আকরাম হোসেন দামুড়হুদার পুরাতন বাস্তপুর মালিথাপাড়ার মৃত খাদেম হোসেনের ছেলে। পুলিশ জানায়, আটককৃত আকরাম হোসেন ওরফে আকালের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।