চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অর্ধশত সংবাদকর্মীর ভালোবাসায় সিক্ত শরীফুজ্জামান শরীফ
- আপলোড টাইম : ০২:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
- / ৭৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ এবার সহকর্মী সাংবাদিক বন্ধুদের ভালোবাসায় সিক্ত হলেন। সম্প্রতি অনুষ্ঠিত জেলা বিএনপির কাউন্সিলে গোপন ব্যালটে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গতকাল মঙ্গলবার বিকেলে তিনি প্রাণের প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা প্রেসক্লাবে প্রথমবারের মতো উপস্থিত হলে অর্ধশতাধিক সংবাদকর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এদিন এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপুল আশরাফের সার্বিক তত্ত্বাবধানে সাংবাদিকরা শরীফুজ্জামান শরীফকে উষ্ণ সংবর্ধনা জানান।
সভায় শরীপুজ্জামান শরীফ সাংবাদিকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা প্রেসক্লাব কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের সম্মানের প্রতীক। এই প্রতিষ্ঠানকে মর্যাদার আসনে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।’ তিনি তরুণ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘অগ্রজদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে তাদের ভালো দিকগুলো শিখতে হবে। আজকের তরুণরাই আগামী দিনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্ব দেবে, তাই তাদেরকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।’ তিনি সিনিয়রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তরুণ সাংবাদিকদের জন্য আমাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে, যাতে তারা সত্যনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’
সাংবাদিকতা ও সামাজিক দায়িত্ব নিয়ে সতর্ক বার্তা জানিয়ে শরীফুজ্জামান শরীফ অতীতের কিছু ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনামলে প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানকে দলীয় লেজুড়বৃত্তিতে জড়ানোর চেষ্টা করা হয়েছিল। ভবিষ্যতে এই ধরনের কোনো ষড়যন্ত্র যাতে না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।’ তিনি দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সম্মিলিতভাবে কলম ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের ন্যায় ও সত্যের পক্ষে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি সরদার আল আমিন, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আজাদ মালিতা, শাহ আলম সনি, সদস্য শেখ সেলিম, এম.এম. আলাউদ্দীন, মাহফুজ উদ্দিন খাঁন, এম এ মামুন, রিফাত রহমান, ফাইজার চৌধুরী, আলমগীর কবীর শিপলু, মফিজ জোয়ার্দ্দার, খাইরুজ্জামান সেতু, হুসাইন মালিক, মেহেরাব্বীন সানভীসহ প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবন সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। যার সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসলাম রাকিব।