ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে এই দিবস পালন করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ।
চুয়াডাঙ্গা:
‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল চুয়াডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মঞ্জু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার মূখ্য সংগঠক সজিবুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবদুর রহমান।


দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র‌্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব, জনসেবায় ইউনিয়ন পরিষদের ভূমিকা এবং উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনের আলোচনা সভায় স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন। এছাড়া ইউপি সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণও অনুষ্ঠানে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি সলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, রিকাত আলী সহ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।


কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপির হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলম, সিনিয়র সহসভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, প্যানেল চেয়ারম্যান সাজিবর রহমান, ইউপি সচিব শাহবুবুর রহমান আব্দুল মালেক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন, যুবদল নেতা কবির প্রমুখ।


জীবননগর:
জীবননগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীন এই সভায় সভাপতিত্ব করেন।

মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যের ওপর বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, এলজিইডির সহকারী প্রকৌশলী সালাউদ্দিন শাহীন প্রমুখ।

এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে একটি র‌্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু করে বরাদ্দের তালে তালে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

গাংনী:
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন দিবসটির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। এসময় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, গাংনী থানার উপ-পরিদর্শক কামাল হোসেন, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ

আপলোড টাইম : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে এই দিবস পালন করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ।
চুয়াডাঙ্গা:
‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল চুয়াডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মঞ্জু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার মূখ্য সংগঠক সজিবুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবদুর রহমান।


দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র‌্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব, জনসেবায় ইউনিয়ন পরিষদের ভূমিকা এবং উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনের আলোচনা সভায় স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন। এছাড়া ইউপি সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণও অনুষ্ঠানে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি সলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, রিকাত আলী সহ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।


কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপির হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলম, সিনিয়র সহসভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, প্যানেল চেয়ারম্যান সাজিবর রহমান, ইউপি সচিব শাহবুবুর রহমান আব্দুল মালেক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন, যুবদল নেতা কবির প্রমুখ।


জীবননগর:
জীবননগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীন এই সভায় সভাপতিত্ব করেন।

মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যের ওপর বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, এলজিইডির সহকারী প্রকৌশলী সালাউদ্দিন শাহীন প্রমুখ।

এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে একটি র‌্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু করে বরাদ্দের তালে তালে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

গাংনী:
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন দিবসটির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। এসময় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, গাংনী থানার উপ-পরিদর্শক কামাল হোসেন, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন প্রমুখ।