আতঙ্কের এক রাত
স্বরাষ্ট্র উপদেষ্টার নজিরবিহীন সংবাদ সম্মেলন- আপলোড টাইম : ০২:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
রোববার রাত সাড়ে ১০টা। অন্যান্য দিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাসায় ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৩)। রামপুরার বনশ্রী ডি-ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে তিনি পরিবার নিয়ে বসবাস করেন। বনশ্রীর সি-ব্লকের ৫ নম্বর সড়কের ‘অলংকার জুয়েলার্স’- নামের প্রতিষ্ঠান থেকে রওনা দিয়ে বাসার গেটে আসার পর তাকে ঘিরে ধরে তিনটি মোটরসাইকেলে আসা সাতজন দর্বৃত্ত। এ সময় তার সঙ্গে থাকা ১৬০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়ার জন্য দৃর্বৃত্তরা টানাটানি ও ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে র্দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে তার সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ ও নগদ টাকা নিয়ে চলে যায়। অন্তত চারটি গুলি ও শরীরের ৬ স্থানে ধারালো অস্ত্রের আঘাত পেয়ে মারাত্মকভাবে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রীর ফরায়েজী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে আনোয়ারের সঙ্গে ঘটে যাওয়া ভিডিও ছড়িয়ে পড়লে ঢাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় একই সময়ে এমন আরও কয়েকটি ঘটনা ঘটে রাজধানীতে। যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদ্বেগ-আতঙ্কের মধ্যে মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে হল থেকে বেরিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীদের এই বিক্ষোভের পর প্রায় শেষরাতে ‘জরুরি’ সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও এ সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য ছিল না। গভীর রাতে উপদেষ্টার এই সংবাদ সম্মেলনও আতঙ্ক তৈরি করে অনেকের মধ্যে।