আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আত্মতুষ্টির সুযোগ নাই : আইন উপদেষ্টা
- আপলোড টাইম : ০২:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই। তবে আমরা বর্তমান পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছি। তাই সব সময়ই নতুন নতুন উপায় ভাবছি।’ গতকাল সোমবার বেলা ১১টায় রাজশাহী প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার প্রায় ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ শুরু করছে। একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে দেশের শাসন কাজ পরিচালনা করা খুব সহজ নয়’ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে। টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সেই বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। চলমান বিচার পদ্ধতি নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ রয়েছে, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয়, সেই বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘একটা গোষ্ঠী চাচ্ছে না যে, আমরা স্থিতিশীল হই। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।’ গতকাল রাজশাহী পিটিআই প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘এমনিতে যারা ক্রিমিনাল, তারা হয়তো মনে করছে এখন আমাদের ধরে আদালতে চালান দিয়ে দিবে। এর চাইতে বেশি কিছু করবে না। আমাদের যেটা করতে হবে, এই সরকারের প্রতিশ্রুতি আমরা হিউম্যান রাইটস নিশ্চিত করেই অপরাধ নিয়ন্ত্রণে আনব।’