আলমডাঙ্গা পৌরসভার সহকারী এসেসর সাবিনা ইয়াসমিনের ইন্তেকাল
- আপলোড টাইম : ০৬:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার পৌরসভার সহকারী এসেসর সাবিনা ইয়াসমিন (৩৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার সহকারী এসেসর সাবিনা ইয়াসমিন অসুস্থজনিত কারণে গত এক সপ্তাহ আগে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন। সাবিনা ইয়াসমিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের আশা এনজিও সংস্থার কর্মরত আজিজুল হকের স্ত্রী। তার বাড়ি গাংনী উপজেলার দৌলতপুর গ্রামে। গতকাল বাদ আসর নিজ গ্রামের কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, পৌর সচিব, প্রধান সহকারী খন্দকার খাইরুল ইসলাম নাসিম প্রমুখ।