বিজিবির পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময়
৭ বাংলাদেশি আটক ও ফেনসিডিল উদ্ধার
- আপলোড টাইম : ০২:২৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৭ বাংলাদেশি আটক ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার বিজিবির অভিযানে তাদের আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাতে এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় ৭ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৯-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের পুকুর পাড়ের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।