দর্শনার রামনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের সমাবেশ
- আপলোড টাইম : ০৬:১৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
দর্শনা পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রামনগর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক লুৎফর রহমান।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে সজাগ থেকে দলকে গোছাতে হবে। শহীদ প্রেসিন্ডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বিএনপির লক্ষ্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। উদ্দেশ্যে প্রতিটি নেতা-কর্মীকে সাধারণ মানুষের আস্থা অর্জন করা এবং নিজেকে সকল পর্যায়ের মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে হবে।’ তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা মাঝে মধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তারা যাতে কোনো প্রকার সক্রিয় না হতে পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, সাবেক কাউন্সিলর রেজাউল ইসলাম, দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহান আলী, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ লিংকন, থানা যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন, পৌর যুবদলের সদস্য আব্দুস ছাত্তার, দর্শনা ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বিএনপির সদস্য রেজাউল ইসলাম, বদর উদ্দিন, শহিদুল ইসলাম, উবান, মকবুল, যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুব নেতা মোস্তাফিজুর রহমান, সোহাগ, সুজন, জাকির, রিজা, সিদ্দিক, রানা, আনিছ, ছাত্রদলের আব্বাস, আবু শ্যামা, সাঈফ, মাসুদ, রাকিব, ইব্রহিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোরশেদ লিংকন।