ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

কালীগঞ্জে বোরকা পরা পুরুষ ছুরিসহ আটক

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৫:৫৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে বোরকা পরিহিত এক পুরুষকে ধারালো ছুরিসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জের বারোবাজার হাইস্কুলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তির নাম জালাল উদ্দীন (৫৯)। তিনি যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে বারোবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই জাকারিয়া মাসুদ জানান, দুপুরের দিকে বোরকা পরে জালাল উদ্দীন স্কুলের সামনে ছুরি হাতে ঘোরাফেরা করছিল। পুলিশ তাকে আটক করে বোরকা খুলে দেখে তিনি একজন পুরুষ। তার কাছে ২৩ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে জালাল উদ্দীন জানিয়েছেন, তিনি বারোবাজার ব্র্যাক অফিস থেকে ঋণ নিতে চান। কিন্তু তারা নানাবিধ শর্ত দিয়ে ঘোরাচ্ছিলেন। এ জন্য তিনি ছুরি হাতে নিয়ে সেখানে এসেছিলেন। এসআই জাকারিয়া মাসুদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জালাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কালীগঞ্জে বোরকা পরা পুরুষ ছুরিসহ আটক

আপলোড টাইম : ০৫:৫৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে বোরকা পরিহিত এক পুরুষকে ধারালো ছুরিসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জের বারোবাজার হাইস্কুলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তির নাম জালাল উদ্দীন (৫৯)। তিনি যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে বারোবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই জাকারিয়া মাসুদ জানান, দুপুরের দিকে বোরকা পরে জালাল উদ্দীন স্কুলের সামনে ছুরি হাতে ঘোরাফেরা করছিল। পুলিশ তাকে আটক করে বোরকা খুলে দেখে তিনি একজন পুরুষ। তার কাছে ২৩ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে জালাল উদ্দীন জানিয়েছেন, তিনি বারোবাজার ব্র্যাক অফিস থেকে ঋণ নিতে চান। কিন্তু তারা নানাবিধ শর্ত দিয়ে ঘোরাচ্ছিলেন। এ জন্য তিনি ছুরি হাতে নিয়ে সেখানে এসেছিলেন। এসআই জাকারিয়া মাসুদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জালাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।