ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

কালীগঞ্জে আগুনে পুড়ে ১০ দোকানে ৫০ লাখ টাকার ক্ষতি

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৬:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে দিপক, কলিম ও বিসমিল্লাহ হোটেল, বিপ্লবের মুদির দোকান, বিদ্যুৎ ইলেক্ট্রনিক, অনিক ও সুমনের ফলের দোকান, রুহুল ও নাছিমের চায়ের দোকান এবং শচিনের সেলুনের দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় উপস্থিত মৎস্য ব্যবসায়ী আব্দুল করিম ঢাকায় যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানান, ভোরের দিকে দিপকের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এরপর তিনি ঘটনাস্থল থেকে ৯৯৯ ফোন করে আগুনের বিষয়টি জানালে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়। ততক্ষণে আগুনে ১০টি দোকানের সবকিছুই পুড়ে ছাপ হয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর ফায়ার ফাইটার মুকুল হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি, তবে হোটেলের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। কালীগঞ্জ দমকাল বাহিনীর স্টেশন অফিসার রবিউল ইসলাম গতকাল সোমবার দুপুরে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কালীগঞ্জে আগুনে পুড়ে ১০ দোকানে ৫০ লাখ টাকার ক্ষতি

আপলোড টাইম : ০৬:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে দিপক, কলিম ও বিসমিল্লাহ হোটেল, বিপ্লবের মুদির দোকান, বিদ্যুৎ ইলেক্ট্রনিক, অনিক ও সুমনের ফলের দোকান, রুহুল ও নাছিমের চায়ের দোকান এবং শচিনের সেলুনের দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় উপস্থিত মৎস্য ব্যবসায়ী আব্দুল করিম ঢাকায় যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানান, ভোরের দিকে দিপকের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এরপর তিনি ঘটনাস্থল থেকে ৯৯৯ ফোন করে আগুনের বিষয়টি জানালে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়। ততক্ষণে আগুনে ১০টি দোকানের সবকিছুই পুড়ে ছাপ হয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর ফায়ার ফাইটার মুকুল হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি, তবে হোটেলের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। কালীগঞ্জ দমকাল বাহিনীর স্টেশন অফিসার রবিউল ইসলাম গতকাল সোমবার দুপুরে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন।