ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

জীবননগর ও ঝিনাইদহে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

জীবননগর/ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৬:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

জীবননগর ও ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জীবননগর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন। যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার ও জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আরিফ হোসেন।

এদিকে, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উদ্যোগে আয়োজিত এই মেলায় পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবন কৃষকদের মাঝে তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি অফিসার নূরে-এ-নবী ও সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল আওয়াল বলেন, এই মেলার মাধ্যমে কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে এবং তা মাঠপর্যায়ে প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়াতে পারবে। কৃষিব্যবস্থা আধুনিকায়ন হলে কৃষককে চাষে আরও বেশি উদ্বুদ্ধ করা সম্ভব হবে। প্রদর্শনীতে আধুনিক সবজি, ফলসহ ড্রোন প্রযুক্তি, জলবায়ু সহনশীল শস্য উৎপাদন, জৈব সার, আধুনিক সেচ ব্যবস্থা ও স্মার্ট কৃষি যন্ত্রপাতি নিয়ে স্টল বসানো হয়।
মেলায় অংশ নেওয়া কৃষক মহিউদ্দীন জানান, নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি তারা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তার বিষয়েও ধারণা পেয়েছেন। মেলায় অংশ নেওয়া মাশরুম চাষি তুষার হোসেন বলেন, নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তার বিষয়েও মেলা থেকে ধারণা পেয়েছি। বেকারত্ব দূর করতে আধুনিক কৃষি ব্যবস্থা দারুণ সহায়ক।

উপজেলা কৃষি অফিসার নূর এ নবী বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মাটির গুণাগুন নির্ণয়, পরিবেশ-প্রকৃতির সঙ্গে উপযোগী ফল-ফসলের চাষাবাদ সম্পর্কে বাস্তবিক ধারণা লাভ করতে হলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানার বিকল্প নেই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর ও ঝিনাইদহে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

আপলোড টাইম : ০৬:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগর ও ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জীবননগর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন। যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার ও জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আরিফ হোসেন।

এদিকে, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উদ্যোগে আয়োজিত এই মেলায় পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবন কৃষকদের মাঝে তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি অফিসার নূরে-এ-নবী ও সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল আওয়াল বলেন, এই মেলার মাধ্যমে কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে এবং তা মাঠপর্যায়ে প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়াতে পারবে। কৃষিব্যবস্থা আধুনিকায়ন হলে কৃষককে চাষে আরও বেশি উদ্বুদ্ধ করা সম্ভব হবে। প্রদর্শনীতে আধুনিক সবজি, ফলসহ ড্রোন প্রযুক্তি, জলবায়ু সহনশীল শস্য উৎপাদন, জৈব সার, আধুনিক সেচ ব্যবস্থা ও স্মার্ট কৃষি যন্ত্রপাতি নিয়ে স্টল বসানো হয়।
মেলায় অংশ নেওয়া কৃষক মহিউদ্দীন জানান, নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি তারা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তার বিষয়েও ধারণা পেয়েছেন। মেলায় অংশ নেওয়া মাশরুম চাষি তুষার হোসেন বলেন, নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তার বিষয়েও মেলা থেকে ধারণা পেয়েছি। বেকারত্ব দূর করতে আধুনিক কৃষি ব্যবস্থা দারুণ সহায়ক।

উপজেলা কৃষি অফিসার নূর এ নবী বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মাটির গুণাগুন নির্ণয়, পরিবেশ-প্রকৃতির সঙ্গে উপযোগী ফল-ফসলের চাষাবাদ সম্পর্কে বাস্তবিক ধারণা লাভ করতে হলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানার বিকল্প নেই।