মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা
- আপলোড টাইম : ০৫:৫০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দিনের সভাপতিত্বে সভায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নুদ্দিন, আশাবুদ্দৌলা, জহুরুল হক প্রমুখ বক্তব্য দেন। সভায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, সকল শিক্ষার্থী যেন সময় মতো স্কুলে আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্কুলে মায়েদের নিয়ে সমাবেশ করতে হবে। শিক্ষকদের অভিভাবকদের নিকট থেকে জানবে হবে যে তারদের ছেলে ও মেয়েরা স্কুল থেকে বাড়িতে গিয়ে ঠিক মত পড়াশোনো করছে কি না। শিক্ষক ও শিক্ষিকা স্কুলে ঠিকমতো ক্লাস নিছে কিনা সেদিকে ঠিকমতো খোঁজখবর নিতে হবে।