চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে প্রকাশ্যে জুয়েলারি ব্যবসায়ীকে অপহরণ
পুলিশের তৎপরতায় উদ্ধার, হাসপাতালে ভর্তি
- আপলোড টাইম : ০৬:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় আলমগীর হোসেন (৩৫) নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা একটার দিকে শহরের কোর্ট মোড় এলাকা থেকে একটি ইজিবাইকযোগে ৭-৮ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে।
খবর পেয়ে সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বুজরুকগড়গড়ি ঈদগাহ ও কবরস্থানের পেছন দিকের একটি আমবাগান থেকে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী আলমগীর হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়া এলাকার খয়বার আলীর ছেলে এবং বড় বাজার স্বর্ণপট্টি এলাকার ‘আনিসা জুয়েলার্স’-এর মালিক।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জুয়েলারি ব্যবসায়ী আলমগীর হোসেন একটি মামলায় কোর্টে হাজিরা দিতে যান। সেখান থেকে অজ্ঞাতনামা ৭-৮ জন দুর্বৃত্ত প্রকাশ্যে তাকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে থানা পুলিশের একাধিক টিম। এবং আধা ঘণ্টার মধ্যে অপহৃত জুয়েলারি ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ট্রাফিক পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন কোর্ট মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি কন্ট্রোল রুমের মাধ্যমে সব টিমকে জানানো হয় এবং তিনি নিজে ফোর্স নিয়ে উদ্ধার অভিযানে নামেন। তদন্তের এক পর্যায়ে পুলিশ বুজরুকগড়গড়ি ঈদগাহ ময়দান ও কবরস্থানের পেছনের আমবাগানে পৌঁছায় এবং অপহৃত ব্যবসায়ীকে ৩০ মিনিটের মধ্যে উদ্ধার করতে সক্ষম হই। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওসি খালেদুর রহমান ধারণা করছেন, কোর্টে চলমান মামলার জেরেই তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে থাকতে পারে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, আলমগীর হোসেনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে তার শরীরে গুরুতর জখম বা আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। ওসি খালেদুর রহমান বলেন, ‘আলমগীর হোসেন চিকিৎসাধীন রয়েছন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’