ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় জমির বায়নার টাকা নিয়ে ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্ব

বাড়িতে হামলা-ভাঙচুর, নারী আহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৬:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জমি বায়নার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে আল আমিন নামের এক ভেড়া খামারির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে পৌর এলাকার ভিমরুল্লা নতুন জেলখানার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আল আমিনের স্ত্রী আলেয়া বেগম (৫৫) আহত হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী আল আমিনের ছেলে নোবেল বিশ্বাস বলেন, ‘আমাদের ১ কাঠা জমি ৮ লাখ টাকায় কেনার জন্য ৬ মাস আগে ২ লাখ টাকা বায়না করেন একই এলাকার মুদি ব্যবসায়ী মিলন হোসেন। কিন্তু ২ মাস আগে তিনি জমিটি ৮ লাখের পরিবর্তে ৫ লাখ টাকায় কিনতে চান, না হলে বায়নার টাকা ফেরত দিতে বলেন। কিন্তু টাকা খরচ হয়ে যাওয়ায় আমরা পুরো টাকা ফেরত দিতে কিছুটা সময় চাই। ইতোমধ্যে আমরা ১ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেছি। তবে সম্প্রতি মিলন হোসেন বাকি টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন।’

নোবেল বিশ্বাস আরও জানান, ‘এরই মধ্যে সোমবার রাত ৯টার দিকে মিলন হোসেন দেশীয় অস্ত্রসহ ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির আসবাবপত্র, টেলিভিশন ও আমার মোটরসাইকেল ভাঙচুর করেন। এসময় আমার মা বাড়িতে একা ছিলেন। হামলাকারীরা তাকে মারধর করে আহত করেন।’

আহত আলেয়া বেগম বলেন, ‘আমি ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ দেখি মিলন হোসেনের নেতৃত্বে একদল লোক আমাদের বাড়িতে ঢুকে হামলা চালাচ্ছে। তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং আমাকে লাঠি দিয়ে আঘাত করে। আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে, এরইমদ্যে হামলাকারীরা ভাঙচুর শেষে পালিয়ে যায়।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাল (আজ মঙ্গলবার) তারা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় জমির বায়নার টাকা নিয়ে ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্ব

বাড়িতে হামলা-ভাঙচুর, নারী আহত

আপলোড টাইম : ০৬:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় জমি বায়নার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে আল আমিন নামের এক ভেড়া খামারির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে পৌর এলাকার ভিমরুল্লা নতুন জেলখানার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আল আমিনের স্ত্রী আলেয়া বেগম (৫৫) আহত হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী আল আমিনের ছেলে নোবেল বিশ্বাস বলেন, ‘আমাদের ১ কাঠা জমি ৮ লাখ টাকায় কেনার জন্য ৬ মাস আগে ২ লাখ টাকা বায়না করেন একই এলাকার মুদি ব্যবসায়ী মিলন হোসেন। কিন্তু ২ মাস আগে তিনি জমিটি ৮ লাখের পরিবর্তে ৫ লাখ টাকায় কিনতে চান, না হলে বায়নার টাকা ফেরত দিতে বলেন। কিন্তু টাকা খরচ হয়ে যাওয়ায় আমরা পুরো টাকা ফেরত দিতে কিছুটা সময় চাই। ইতোমধ্যে আমরা ১ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেছি। তবে সম্প্রতি মিলন হোসেন বাকি টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন।’

নোবেল বিশ্বাস আরও জানান, ‘এরই মধ্যে সোমবার রাত ৯টার দিকে মিলন হোসেন দেশীয় অস্ত্রসহ ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির আসবাবপত্র, টেলিভিশন ও আমার মোটরসাইকেল ভাঙচুর করেন। এসময় আমার মা বাড়িতে একা ছিলেন। হামলাকারীরা তাকে মারধর করে আহত করেন।’

আহত আলেয়া বেগম বলেন, ‘আমি ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ দেখি মিলন হোসেনের নেতৃত্বে একদল লোক আমাদের বাড়িতে ঢুকে হামলা চালাচ্ছে। তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং আমাকে লাঠি দিয়ে আঘাত করে। আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে, এরইমদ্যে হামলাকারীরা ভাঙচুর শেষে পালিয়ে যায়।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাল (আজ মঙ্গলবার) তারা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’