ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সততা ও অধ্যবসায়ের মধ্যদিয়ে নিজেকে গড়ে তুলতে হবে- শরীফ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৬:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ পরিচালনা করবে। তাদের এখন থেকেই দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করা। একজন ছাত্র আজ শিশু, কাল কিশোর, এরপর যুবক হয়ে এক দিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। একজন মাত্র যুবকও দেশের প্রতি দায়বদ্ধ থেকে পরিবার, প্রতিবেশী ও দেশের মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারে।’

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না, বাস্তব জীবনে এর প্রয়োগ করতে হবে। সততা, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি পর্যায়ে শিক্ষকদের দেওয়া জ্ঞান ও মূল্যবোধ মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। আজকের বিদায়ের মুহূর্ত কেবল বিদ্যালয় জীবনের সমাপ্তি নয়, এটি নতুন এক পথচলার সূচনা। ভবিষ্যতে তারা যেন শিক্ষাপ্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেটাই প্রত্যাশা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা এবং সদর উপজেলা যুবদলের সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নোবেল আহমেদ সূর্য, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সততা ও অধ্যবসায়ের মধ্যদিয়ে নিজেকে গড়ে তুলতে হবে- শরীফ

আপলোড টাইম : ০৬:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ পরিচালনা করবে। তাদের এখন থেকেই দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করা। একজন ছাত্র আজ শিশু, কাল কিশোর, এরপর যুবক হয়ে এক দিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। একজন মাত্র যুবকও দেশের প্রতি দায়বদ্ধ থেকে পরিবার, প্রতিবেশী ও দেশের মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারে।’

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না, বাস্তব জীবনে এর প্রয়োগ করতে হবে। সততা, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি পর্যায়ে শিক্ষকদের দেওয়া জ্ঞান ও মূল্যবোধ মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। আজকের বিদায়ের মুহূর্ত কেবল বিদ্যালয় জীবনের সমাপ্তি নয়, এটি নতুন এক পথচলার সূচনা। ভবিষ্যতে তারা যেন শিক্ষাপ্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেটাই প্রত্যাশা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা এবং সদর উপজেলা যুবদলের সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নোবেল আহমেদ সূর্য, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।