চুয়াডাঙ্গায় বন্ধন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস্ চেম্বারের উদ্বোধন অনুষ্ঠানে শরীফুজ্জামান
‘এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান’
- আপলোড টাইম : ০৬:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় ‘বন্ধন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস্ চেম্বার’ নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে এই সেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানুষের সেবা করার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো স্বাস্থ্য খাত। অসুস্থ হলে শুধু একজন ব্যক্তি নয়, তার পুরো পরিবার দুর্ভোগে পড়ে। তাই চিকিৎসাসেবা কেবল ব্যবসা নয়, এটি মানবিক দায়িত্বও। আমি জেনে আনন্দিত যে, বিএনপির কিছু নেতা*কর্মী ও তাদের নিকটজনরা একসঙ্গে মিলে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা পাবে। আমি বিশ্বাস করি, তারা এই প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে নিজেদের সুনাম অর্জন করার পাশাপাশি দলের ভাবমূর্তিও উজ্জ্বল করবেন।’
তবে সতর্কবার্তা দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি কোনো রোগী এই প্রতিষ্ঠান থেকে সঠিক চিকিৎসা না পান বা অবহেলার শিকার হন, তাহলে সেটি ভালোভাবে নেওয়া হবে না। যদি কোনোভাবে এর নেতিবাচক প্রভাব দলের ওপর পড়ে, তাহলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ শরীফুজ্জামান আরও বলেন, ‘একজন অসুস্থ মানুষ এবং তার পরিবার তখনই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে, যখন তারা সঠিক চিকিৎসাসেবা না পায়। আমি চাই, আপনারা সেই অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাদের কেবল রোগী হিসেবে নয়, পরিবারের একজন সদস্যের মতো সহায়তা করুন। তাহলেই দেখবেন, আপনাদের প্রতিষ্ঠান সাধারণ মানুষের প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হবে।’
প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, খালিদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু বলেন, ‘এই প্রতিষ্ঠান গড়ে তোলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য সঠিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা চাই, প্রত্যেক রোগী যেন সঠিকভাবে চিকিৎসাসেবা পান এবং নির্ভরযোগ্য পরীক্ষার ফল পেতে পারেন। আমাদের লক্ষ্য, রোগীদের সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা।’
বিশেষ অতিথি ডা. বেলাল হোসেন বলেন, ‘আমাদের সমাজে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এই প্রতিষ্ঠান সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তবে মনে রাখতে হবে, সেবার মান ও সততা বজায় রাখাই হবে এই প্রতিষ্ঠানের দীর্ঘস্থায়িত্বের মূল চাবিকাঠি।’
প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান, মলিফুল ইসলাম, আনোয়ার হোসেন, একরাম হেসেন, আক্তারুজ্জামান, কামরুজ্জামান বাবলু, আলী আকবার, হাফিজ উদ্দীন হাবলু ও শাহাজাহার আলী। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলে ডা. তরুণ কান্তি ঘোষ, ডা. শফিকুর রহমান, ডা. মিজানুর রহমান, ডা. আল ইমরান জুয়েল, ডা. সানজিদা আক্তার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতাসহ চিকিৎসকবৃন্দ, ক্লিনিক ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মো. মাহাবুবুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও বাদ আসর বন্ধন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস্ চেম্বারে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ।