কার্পাসডাঙ্গায় পানিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু
- আপলোড টাইম : ০৮:৫১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে বাড়ির আঙিনায় ছোট গর্তের পানিতে ডুবে তাবাচ্ছুম খাতুন নামের ৯ মাস বসয়ী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। গতকাল রোবরার বেলা একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাবাচ্ছুম খাতুন কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর পশ্চিমপাড়ার তরিকুল ইসলামের মেয়ে। ওই শিশুর পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙিনায় বসে খেলছিল তাবাচ্ছুম। তার মা রান্নায় ব্যস্ত ছিলেন। এসময় টিউবওয়েলের পাশে পানি রাখার জন্য ব্যবহৃত গর্তের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা টের পেলে মৃত অবস্থায় তাবাচ্ছুমকে উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, শিশু তাবাচ্ছুবকে বাড়ির উঠানে রেখে মা রান্না করছিলেন। এসময় খেলতে খেলতে পাশের একটি গর্তের মধ্যে পড়ে যায়। এতে গর্তে থাকা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে শোকের মাতম। গতকাল আছরের নামাজের পর বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে কুতুবপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনাটি সম্পর্কে তার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবেন।