দর্শনা কেরু উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
‘দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই’
- আপলোড টাইম : ০৮:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
দর্শনা কেরু উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া করা হয়। কেরু উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নিজের ভবিষ্যৎ নিজেরাই গড়তে পারবে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। সাফল্যের স্বর্ণশিখরে উঠতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) আরশাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক গালিভ, কেরুজ ডিস্টিলারি ম্যানেজার রাজিবুল হাসান, লেবার অফিসার আল-আমিন, সেলস অফিসার জহির উদ্দিন এবং কর্মকর্তা লাইমা আক্তার।
পরীক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা বলেন, ‘পরীক্ষা নিয়ে ভয়ের কিছু নেই। এটি ছাত্রজীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। অযথা দুশ্চিন্তা না করে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, কারণ এগুলো ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে ভালো ফলাফল অর্জন সম্ভব।’ পরে অতিথিরা বিদায়ী ১৩৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহম্মেদ ও ফারুক হোসেন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।