ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

গাংনীতে চালককে ‘খুন’ করে ভ্যান ছিনতাই

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান বাদিয়াপাড়া মাঠের রাস্তার পাশ থেকে আতিয়ার রহমান (২৬) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর জখম রয়েছে। ভ্যান ছিনতাইকালে তাকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আতিয়ার রহমান গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে প্রত্যেক দিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আতিয়ার রহমান। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। গতকাল রোববার দুপুরে স্থানীয়রা ওই মাঠের রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

গাংনী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের ক্ষত রয়েছে। মরদেহের আশেপাশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। একইসঙ্গে খুনের ঘটনার রহস্য উন্মোচন এবং খুনিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে চালককে ‘খুন’ করে ভ্যান ছিনতাই

আপলোড টাইম : ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান বাদিয়াপাড়া মাঠের রাস্তার পাশ থেকে আতিয়ার রহমান (২৬) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর জখম রয়েছে। ভ্যান ছিনতাইকালে তাকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আতিয়ার রহমান গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে প্রত্যেক দিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আতিয়ার রহমান। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। গতকাল রোববার দুপুরে স্থানীয়রা ওই মাঠের রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

গাংনী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের ক্ষত রয়েছে। মরদেহের আশেপাশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। একইসঙ্গে খুনের ঘটনার রহস্য উন্মোচন এবং খুনিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।