হাটবোয়ালিয়ায় কৃষক দলের প্রতিবাদ সভা
- আপলোড টাইম : ০৮:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আশরাফুল হক আশার ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনিয়ন কৃষক দল। গতকাল রোববার সন্ধ্যায় হাটবোয়ালিয়া বিএনপির কার্যালয়ে তারা প্রতিবাদ সভার আয়োজন করে। ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সভাপতি জাকির হোসেন।
তিনি বলেন, গত শনিবার বিকেলে আলমডাঙ্গার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌর ৬ নম্বর কৃষক দলের সভাপতি আশরাফুল হক আশার ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা যে হামলা চালিয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক মমিরুল ইসলাম রাজু, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক বাবুল ভান্ডারী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হুদা, সাধারণ সম্পাদক উসমান গনি, হাফিজুল ইসলাম, বিপুল, গাড্ডু, শরিফ, ডালিম, ইসরাপ, আরজু হিরো, নাজমুল ইসলাম, বিপুল, আজাবুল, কামাল, তুফান প্রমুখ।