ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

৩০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৫ হেক্টর কলাবাগান

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৪৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৬৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকূপায় মাত্র ৩০ সেকেন্ডের আকস্মিক ঝড়ে অন্তত ৫ হেক্টর জমির কলাবাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। গত শনিবার বিকেলে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে এ ঝড় আঘাত হানে। স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়, যা মাঠের কলাবাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ৩০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

কৃষক আজিবার বিশ্বাস বলেন, ‘বিকেল সাড়ে চারটার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙে পড়েছে, তামাকখেত নষ্ট হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘কালবৈশাখী ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, তা আমরা বুঝতে পারিনি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি এবং কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের কৌশল শিখিয়ে দিয়েছি। শনিবারের আকস্মিক ঝড়ে ৫ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তামাক ও আমের মুকুলেরও ক্ষতি হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

৩০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৫ হেক্টর কলাবাগান

আপলোড টাইম : ০৮:৪৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের শৈলকূপায় মাত্র ৩০ সেকেন্ডের আকস্মিক ঝড়ে অন্তত ৫ হেক্টর জমির কলাবাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। গত শনিবার বিকেলে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে এ ঝড় আঘাত হানে। স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়, যা মাঠের কলাবাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ৩০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

কৃষক আজিবার বিশ্বাস বলেন, ‘বিকেল সাড়ে চারটার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙে পড়েছে, তামাকখেত নষ্ট হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘কালবৈশাখী ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, তা আমরা বুঝতে পারিনি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি এবং কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের কৌশল শিখিয়ে দিয়েছি। শনিবারের আকস্মিক ঝড়ে ৫ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তামাক ও আমের মুকুলেরও ক্ষতি হয়েছে।’