কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৮:৩২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা থেকে ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় দাখিল মাদ্রাসা মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপারিনডেনটেন্ড মাওলানা আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইবতেদায়ী প্রধান মাওলানা মো. শফিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপারিনডেনটেন্ড মাওলানা মো. আ. রহিম, সহকারী শিক্ষক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, আব্দুল খালেক, আব্দুস সালাম, আব্দুর রহমান, মাওলানা শাহজাহান আলী সিরাজী, সহকারী শিক্ষিকা আফরোজা খাতুনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ। অনুষ্ঠানের শেষ বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক নওশাদ আলী।