জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সভা
- আপলোড টাইম : ০৮:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ৫৮ বার পড়া হয়েছে
জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে ঢাকাস্থ সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর ফার্মগেটে আয়োজিত এ সভায় ঢাকায় বসবাসরত ও অবস্থানরত জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন স্কুলের সাবেক শিক্ষক মো. শওকত আলী। অ্যাডমিন কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিদ্যালয় মাঠে একটি মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী লাবলু, কৃষিবিদ ফয়েজ ও আসাদ।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. শওকত আলী, শিক্ষার্থী মীর হাফিজ, নইম রসিদ, আব্দুল লতিফ অমল, গ্রুপের অ্যাডমিন কামাল উদ্দিন, গোলাম মোস্তফা, ছক্কু, নাসির বাবু, আরিফ লিটন, কুতুব বাবু, তৌফিক, মুকুল, আজিজ, আব্দুর রাজ্জাক রাজু, সোহেল, মুরাদ, বাদশাহ, আশরাফ, নাজমুল সোহেল, নাজমুল, চঞ্চল, আনন্দ, সনজয়, মিজান রুবেল, মীর বিপুল প্রমুখ।