ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

দর্শনার হরিশ্চন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে মোটরসাইকেল থামিয়ে ছিনতাই

স্বামীকে কুপিয়ে স্ত্রীর লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৭:৩৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৬০ বার পড়া হয়েছে

দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এক নবদম্পত্তিকে কুপিয়ে জখম ও মারধর করে লক্ষাধিক টাকার সোনার গহনা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত হয়েছেন সাগর (২৪) নামের এক যুবক। সাগর নতুন গ্রামের মজিবর রহমানের ছেলে। গতকাল রোববার রাত ৮টার দিকে দামুড়হুদায় উপজেলার হরিশ্চন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কের প্রতিবন্ধী স্কুলের অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর তার স্ত্রী শাফিয়া খাতুনকে দর্শনা শ্যামপুর থেকে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় নতুন গ্রাম সড়াবাড়িয়া গ্রামের মধ্যবর্তী সড়কের প্রতিবন্ধ স্কুলের নিকট পৌঁছালে ৫-৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তারা সাগরের বা হাতে ও ডান কাঁধে দা দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া তার স্ত্রীকে মারধর করে স্বর্ণের আংটি, চুরি, চেইনসহ প্রায় লক্ষাধিক টাকার গহনা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল (ঝিনাইদহ-হ ১১-০১৭৮) ফেলে যায়। খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং মোটরসাইকেলটি উদ্ধার করেন।

এ বিষয়ে নতুন গ্রামের মাহফুজ উদ্দিন ও শাহাজামাল জানান, ‘সাড়াবাড়িয়া গ্রামের আমাদের এক বন্ধু মোবাইল করে জানান, সাড়াবাড়িয়া ও নতুন গ্রামের মাঠের মধ্যে প্রতিবন্ধী স্কুলের নিকট নতুন গ্রামের একজনকে জবাই করছে। আমরা তার কথা শুনে গ্রামবাসীকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দেখি আমাদের নতুন গ্রামের সাগরের বাম হাতে ও ডান কাঁধে দা দিয়ে কুপিয়ে জখম করেছে। এছাড়া তার স্ত্রীকে মারধর করে আহত করেছে।’ মাহফুজ উদ্দিন আরও জানান, ‘ছিনতাইকারীরা একটি মোটরসাইকেল ফেলে যায়। মোটরসাইকেলটি দেখে আমরা চিনতে পারি এটি ঠাকুরপুর গ্রামের আব্দুস সালামের। এ মোটরসাইকেলটি নিয়ে আব্দুস সালাম নিয়মিত নতুন গ্রামে মওলার দোকানে চা খেতে আসে।’

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘সাগর নামে একটি যুবক রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আসে। তার বাম হাতের ঘাড়ের নিচে ছয়টি সেলাই দেয়া হয়েছে। আপাতত রোগীর অবস্থা ভালো। চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ছিনতাইকারীকে ধরার জন্য জাল বিস্তার করেিেছ। যেকোনো সময় তাকে ধরে ফেলব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনার হরিশ্চন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে মোটরসাইকেল থামিয়ে ছিনতাই

স্বামীকে কুপিয়ে স্ত্রীর লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট

আপলোড টাইম : ০৭:৩৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এক নবদম্পত্তিকে কুপিয়ে জখম ও মারধর করে লক্ষাধিক টাকার সোনার গহনা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত হয়েছেন সাগর (২৪) নামের এক যুবক। সাগর নতুন গ্রামের মজিবর রহমানের ছেলে। গতকাল রোববার রাত ৮টার দিকে দামুড়হুদায় উপজেলার হরিশ্চন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কের প্রতিবন্ধী স্কুলের অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর তার স্ত্রী শাফিয়া খাতুনকে দর্শনা শ্যামপুর থেকে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় নতুন গ্রাম সড়াবাড়িয়া গ্রামের মধ্যবর্তী সড়কের প্রতিবন্ধ স্কুলের নিকট পৌঁছালে ৫-৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তারা সাগরের বা হাতে ও ডান কাঁধে দা দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া তার স্ত্রীকে মারধর করে স্বর্ণের আংটি, চুরি, চেইনসহ প্রায় লক্ষাধিক টাকার গহনা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল (ঝিনাইদহ-হ ১১-০১৭৮) ফেলে যায়। খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং মোটরসাইকেলটি উদ্ধার করেন।

এ বিষয়ে নতুন গ্রামের মাহফুজ উদ্দিন ও শাহাজামাল জানান, ‘সাড়াবাড়িয়া গ্রামের আমাদের এক বন্ধু মোবাইল করে জানান, সাড়াবাড়িয়া ও নতুন গ্রামের মাঠের মধ্যে প্রতিবন্ধী স্কুলের নিকট নতুন গ্রামের একজনকে জবাই করছে। আমরা তার কথা শুনে গ্রামবাসীকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দেখি আমাদের নতুন গ্রামের সাগরের বাম হাতে ও ডান কাঁধে দা দিয়ে কুপিয়ে জখম করেছে। এছাড়া তার স্ত্রীকে মারধর করে আহত করেছে।’ মাহফুজ উদ্দিন আরও জানান, ‘ছিনতাইকারীরা একটি মোটরসাইকেল ফেলে যায়। মোটরসাইকেলটি দেখে আমরা চিনতে পারি এটি ঠাকুরপুর গ্রামের আব্দুস সালামের। এ মোটরসাইকেলটি নিয়ে আব্দুস সালাম নিয়মিত নতুন গ্রামে মওলার দোকানে চা খেতে আসে।’

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘সাগর নামে একটি যুবক রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আসে। তার বাম হাতের ঘাড়ের নিচে ছয়টি সেলাই দেয়া হয়েছে। আপাতত রোগীর অবস্থা ভালো। চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ছিনতাইকারীকে ধরার জন্য জাল বিস্তার করেিেছ। যেকোনো সময় তাকে ধরে ফেলব।’