ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

দর্শনায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা, গ্রেপ্তার ১

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৭:৩৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৬৮ বার পড়া হয়েছে

দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে স্বপন নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পুলিশের বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
দর্শনা থানা পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্টেশন রেলগেটের কাছে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ স্বপন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএইচ তাফসিকুর রহমান তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত স্বপন দর্শনা রেলকলোনি পাঠানপাড়ার মৃত নূরু মিয়ার ছেলে।

অন্যদিকে, দর্শনা পৌরসভার রামনগর গ্রামে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট পরিচালনা করা হয়। এসময় নিয়মিত মামলার আসামি রাসেলকে (২৪) তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রাসেল রামনগর গ্রামের জাফিকুল ইসলামের ছেলে। তাকে দর্শনা থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা, গ্রেপ্তার ১

আপলোড টাইম : ০৭:৩৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে স্বপন নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পুলিশের বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
দর্শনা থানা পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্টেশন রেলগেটের কাছে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ স্বপন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএইচ তাফসিকুর রহমান তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত স্বপন দর্শনা রেলকলোনি পাঠানপাড়ার মৃত নূরু মিয়ার ছেলে।

অন্যদিকে, দর্শনা পৌরসভার রামনগর গ্রামে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট পরিচালনা করা হয়। এসময় নিয়মিত মামলার আসামি রাসেলকে (২৪) তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রাসেল রামনগর গ্রামের জাফিকুল ইসলামের ছেলে। তাকে দর্শনা থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।