চুয়াডাঙ্গার বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন কৃষকদলের যৌথ সমাবেশ
৩১ দফা বাস্তবায়নেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে: মোকাররম
- আপলোড টাইম : ১০:৩৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় নবগঠিত নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বটতলা বাজার ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা থানা কৃষকদলের আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই বাঙালি জাতির সকল আশা-আকাক্সক্ষার প্রতিফলন রয়েছে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ জন্য সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ, চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, তরিকুল ইসলাম বিলু, দর্শনা কৃষকদলের সদস্যসচিব আবু তিলুয়ার রহমান মুন্না, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুন্নাফ, নেহালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক লিটন মিয়া, কৃষক দল নেতা মিজান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শনা থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।