আলমডাঙ্গার কলেজিয়েট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড টাইম : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার কলেজিয়েট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় আলমডাঙ্গা সরকারি কলেজ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামশেদুল হক মুনি। সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ শামীম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মফিজুর রহমান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা ওসি (অপারেশন) আজগর আলী, স্ট্যান্ডার্ড ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান শফি, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, নাসির উদ্দিন এটম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, মুদি ও মনোহারী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ডা. শাফায়েতুল ইসলাম হিরো, সাবেক মৎস্য অফিসার খ. শহিদুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নূর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম লিটন, কলেজপাড়া কল্যাণ কমিটির আব্দুর রশিদ মন্জু, বিদ্যালয় শিক্ষক আশরাফুল ইসলাম আশা, মো. গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে সহ-সঞ্চালনাক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর জুয়েল।