আলমডাঙ্গা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক নজরুল
- আপলোড টাইম : ০৮:২০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে মো. সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম এবং মো. জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ফার্নিচার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। শ্রমিক ইউনিয়ন স্থাপিতের পর এই প্রথম ব্যালটপেপারের মাধ্যমে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোটপ্রদান করেন ভোটাররা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৫টায় রিটানিং অফিসার ও আলমডাঙ্গা পৌরসভার রোডলাইট সুপারভাইজার রোকনুজ্জামান খাঁন ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ত্রিবার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন চাকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৩৮টি এবং সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪৯টি আর সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম হরিণ প্রতীকে ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।