আলমডাঙ্গায় কবিতা আবৃতি, ভাজপত্রের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৮:২৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে কবিতা আবৃতি, ভাজপত্রের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা বইমেলায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী শেখ আব্দুল কাদির, কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মতিয়ার রহমান, সাবেক আবাসিক প্রকৌশলী গোলাম নবী, শরিফুল ইসলাম পিন্টু, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, গল্পকার পিন্টু রহমান, কবি গোলাম রহমান চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বশির উল আলম, কবি সিদ্দিকুর রহমান, কবি কহন কুদ্দুস, কবি আতিকুর ফারায়েজি, কবি মোস্তাফিজ ফারায়েজি।
প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজুমদার, প্রকাশক কিশোর কারুণিক প্রমুখ। সভায় ২০ জন কবিকে কবিতা পাঠ করায় তাদের পুরস্কার প্রদান করা হয়েছে। পরে ভাজপত্র কাব্য কাননের মোড়ক উন্মোচন করা হয়।