ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

শৈলকুপায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল

৫ আগস্টের আগের তত্ত্বে বিচার করলে হবে না

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এদেশে যারা গণতন্ত্র চেয়েছিল, যারা ভোটের অধিকার চেয়েছিল তাদের দমিয়ে রাখতে ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। ১৫ বছরে তারা দেশের সাড়ে ৪ হাজার গণতন্ত্রমনা মানুষকে হত্যা ও গুম করা হয়। দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই বিপ্লব ভুলুণ্ঠিত হতে দিতে পারি না।’

অ্যাটর্নি জেনারেল অ্যাড. মো. আসাদুজ্জামান গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযোগীর চূড়ান্ত পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, অধ্যক্ষ ড. বিধান চন্দ্র রায়, এসিল্যান্ড সিরাজুস সালেহীন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।

বিচারকদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘শহিদ মুগ্ধর লাশ বহনকারী জানিয়েছেন, ‘শহিদ মুগ্ধ মারা যাওয়ার পর কোনো হাসপাতাল তার লাশ নিতে চায়নি। তার পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। তার লাশ অ্যান্ট্রি করতে রাজি হয়নি প্রশাসন। মিডিয়া ঘটনাগুলো তুলে এনেছে। এখন আপনি ন্যায়বিচার করতে গিয়ে যদি বলেন- ওই আসামি হত্যা করেছে, সেটা তো পোস্টমর্টেম রিপোর্টে সাপোর্ট করছে না। তাহলে আমি কী করব? আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনি নতুন পুলিশ রিপোর্ট তৈরি করুন। আইনের স্বাভাবিক ব্যাখ্যা দিতে গিয়ে প্রগতিশীল হওয়ার চেষ্টা করুন। ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার করলে হবে না। আপনাদের সামনে হাতছানি দিচ্ছে ইতিহাসের যুগসন্ধিক্ষণ।’

কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বির্তক প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে।
৬ মাসব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। মেধা মনন মঞ্চের সভাপতি সাদিয়া সুলতানার সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার মূল পর্বটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহম্মেদ চেীধূরী কিরন।

প্রতিযোগিতায় রানার্সআপ হয় শৈলকুপা বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর মহাশ্মশানে সোনাতন ধর্মের নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, সংখ্যলঘু সম্প্রদায়ের যেকোনো অপ্রীতিকর ঘটনা তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করা হবে। ভোট আপনাদের নাগরিক অধিকার। আগামীতে স্বাধীন ভাবে আপনারা পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। সন্ধ্যায় তিনি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শৈলকুপা কেন্দ্রীয় শহিদ মিনারে বই মেলার উদ্বোধন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

শৈলকুপায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল

৫ আগস্টের আগের তত্ত্বে বিচার করলে হবে না

আপলোড টাইম : ১০:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এদেশে যারা গণতন্ত্র চেয়েছিল, যারা ভোটের অধিকার চেয়েছিল তাদের দমিয়ে রাখতে ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। ১৫ বছরে তারা দেশের সাড়ে ৪ হাজার গণতন্ত্রমনা মানুষকে হত্যা ও গুম করা হয়। দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই বিপ্লব ভুলুণ্ঠিত হতে দিতে পারি না।’

অ্যাটর্নি জেনারেল অ্যাড. মো. আসাদুজ্জামান গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযোগীর চূড়ান্ত পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, অধ্যক্ষ ড. বিধান চন্দ্র রায়, এসিল্যান্ড সিরাজুস সালেহীন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।

বিচারকদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘শহিদ মুগ্ধর লাশ বহনকারী জানিয়েছেন, ‘শহিদ মুগ্ধ মারা যাওয়ার পর কোনো হাসপাতাল তার লাশ নিতে চায়নি। তার পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। তার লাশ অ্যান্ট্রি করতে রাজি হয়নি প্রশাসন। মিডিয়া ঘটনাগুলো তুলে এনেছে। এখন আপনি ন্যায়বিচার করতে গিয়ে যদি বলেন- ওই আসামি হত্যা করেছে, সেটা তো পোস্টমর্টেম রিপোর্টে সাপোর্ট করছে না। তাহলে আমি কী করব? আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনি নতুন পুলিশ রিপোর্ট তৈরি করুন। আইনের স্বাভাবিক ব্যাখ্যা দিতে গিয়ে প্রগতিশীল হওয়ার চেষ্টা করুন। ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার করলে হবে না। আপনাদের সামনে হাতছানি দিচ্ছে ইতিহাসের যুগসন্ধিক্ষণ।’

কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বির্তক প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে।
৬ মাসব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। মেধা মনন মঞ্চের সভাপতি সাদিয়া সুলতানার সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার মূল পর্বটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহম্মেদ চেীধূরী কিরন।

প্রতিযোগিতায় রানার্সআপ হয় শৈলকুপা বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর মহাশ্মশানে সোনাতন ধর্মের নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, সংখ্যলঘু সম্প্রদায়ের যেকোনো অপ্রীতিকর ঘটনা তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করা হবে। ভোট আপনাদের নাগরিক অধিকার। আগামীতে স্বাধীন ভাবে আপনারা পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। সন্ধ্যায় তিনি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শৈলকুপা কেন্দ্রীয় শহিদ মিনারে বই মেলার উদ্বোধন করেন।