ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদাহ গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পৌরসভার পুকুরের পানিতে ডুবে ফায়েজ হোসেন নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশু ফায়েজ ওই গ্রামের রাশিদুল ইসলামের একমাত্র ছেলে।

শিশুটির চাচা রাজিব হোসেন জানান, বিকেলে শিশুটি বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। একপর্যায়ে দেখতে পান স্কুলের সামনের পুকুরের পানিতে ভেসে আছে। তারা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) কবীর হোসেন মাতুব্বর বলেন, শিশুর মৃত্যুর বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। আপনার কাছ থেকে জানলাম। খোঁজ নিয়ে দেখছি কি ঘটনা ঘটেছে। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড টাইম : ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদাহ গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পৌরসভার পুকুরের পানিতে ডুবে ফায়েজ হোসেন নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশু ফায়েজ ওই গ্রামের রাশিদুল ইসলামের একমাত্র ছেলে।

শিশুটির চাচা রাজিব হোসেন জানান, বিকেলে শিশুটি বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। একপর্যায়ে দেখতে পান স্কুলের সামনের পুকুরের পানিতে ভেসে আছে। তারা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) কবীর হোসেন মাতুব্বর বলেন, শিশুর মৃত্যুর বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। আপনার কাছ থেকে জানলাম। খোঁজ নিয়ে দেখছি কি ঘটনা ঘটেছে। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।