ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল

শেখ হাসিনা দেশে ফিরবেন ঠিকই তবে ফাঁসিতে ঝোলার জন্য

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাও. রফিকুল ইসলাম খান বলেছেন, ৫ আগস্টের পর ষড়যন্ত্র বৃদ্ধি পেয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বারবার পরাজিত হয়েছে। এবারো তারা পরাজিত হবে। মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল শনিবার ঝিনাইদহ শহরের আলহেরা স্কুল মাঠে সাবেক শিবির জনশক্তি সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু কবর সমাবেশ সভাপতিত্ব করেন।

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসবে না। দেশের মানুষ তাকে আর ফিরতে দিবে না। তবে মানুষ তাকে ফিরিয়ে আনবে ট্রাইবুনালে হাজির করার জন্য, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। তিনি, অবিলম্বে শেখ হাসিনাসহ ফ্যাসিবাদের দোসর যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা দেশ অথবা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইবুনালে হাজির করে বিচার করে ফাঁসিতে ঝোলানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান।

মাও. রফিকুল ইসলাম খান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, প্রধান উপদেষ্টা আপনার আশেপাশেও ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এটা আঠারো কোটি মানুষের চাওয়া। তিনি সরকারের কাছে দাবি জানান, যেসকল দায়িত্বশীল কর্মকর্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের এক তরফা ভোট গ্রহণে সহযোগিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মাও. তাজুল ইসলাম, কাজী সগীর আহম্মেদ, মাও. রবিউল ইসলাম, এ্যাড. ইসমাইল হোসেন, ছাত্রশিবিরের মেহেদী হাসান রাজু ও অধ্যক্ষ আব্দুল হাই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল

শেখ হাসিনা দেশে ফিরবেন ঠিকই তবে ফাঁসিতে ঝোলার জন্য

আপলোড টাইম : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাও. রফিকুল ইসলাম খান বলেছেন, ৫ আগস্টের পর ষড়যন্ত্র বৃদ্ধি পেয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বারবার পরাজিত হয়েছে। এবারো তারা পরাজিত হবে। মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল শনিবার ঝিনাইদহ শহরের আলহেরা স্কুল মাঠে সাবেক শিবির জনশক্তি সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু কবর সমাবেশ সভাপতিত্ব করেন।

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসবে না। দেশের মানুষ তাকে আর ফিরতে দিবে না। তবে মানুষ তাকে ফিরিয়ে আনবে ট্রাইবুনালে হাজির করার জন্য, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। তিনি, অবিলম্বে শেখ হাসিনাসহ ফ্যাসিবাদের দোসর যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা দেশ অথবা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইবুনালে হাজির করে বিচার করে ফাঁসিতে ঝোলানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান।

মাও. রফিকুল ইসলাম খান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, প্রধান উপদেষ্টা আপনার আশেপাশেও ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এটা আঠারো কোটি মানুষের চাওয়া। তিনি সরকারের কাছে দাবি জানান, যেসকল দায়িত্বশীল কর্মকর্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের এক তরফা ভোট গ্রহণে সহযোগিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মাও. তাজুল ইসলাম, কাজী সগীর আহম্মেদ, মাও. রবিউল ইসলাম, এ্যাড. ইসমাইল হোসেন, ছাত্রশিবিরের মেহেদী হাসান রাজু ও অধ্যক্ষ আব্দুল হাই।