ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

জীবননগর মিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষ

অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সাবেক মেম্বারসহ আহত ৭

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১০:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৬১ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার মিনাজপুর বাজারপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ দিকে এ ঘটনা ঘটে। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বারসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিনাজপুর বাজারপাড়ার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫) ও তার পরিবারের সদস্যদের ওপর প্রতিপক্ষ মোস্তাফিজুর রহমান (৫০), আতিয়ার রহমান (৬০), হায়দার আলী (৫৫), তরিকুল ইসলাম বাপ্পী (৪০), স্বাধীন হোসেন (৩৫), টফি খাতুন (৪০) এবং আরও কয়েকজন সশস্ত্র হামলা চালায়।

এ ঘটনায় প্রতিপক্ষের মোস্তাফিজুর রহমান ও আতিয়ার রহমান আতা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আহত সাবেক মেম্বার সাইফুল ইসলাম বলেন, প্রতিপক্ষরা আমার স্বত্ব দখলীয় জমি ও দোকানঘর জোরপূর্বক বেদখল করতে আমাদের ওপর হামলা চালিয়ে আমাকে হাড়ভাঙ্গা ও ভাই মহাসিন আলীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনার ব্যাপারে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর মিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষ

অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সাবেক মেম্বারসহ আহত ৭

আপলোড টাইম : ১০:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগর উপজেলার মিনাজপুর বাজারপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ দিকে এ ঘটনা ঘটে। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বারসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিনাজপুর বাজারপাড়ার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫) ও তার পরিবারের সদস্যদের ওপর প্রতিপক্ষ মোস্তাফিজুর রহমান (৫০), আতিয়ার রহমান (৬০), হায়দার আলী (৫৫), তরিকুল ইসলাম বাপ্পী (৪০), স্বাধীন হোসেন (৩৫), টফি খাতুন (৪০) এবং আরও কয়েকজন সশস্ত্র হামলা চালায়।

এ ঘটনায় প্রতিপক্ষের মোস্তাফিজুর রহমান ও আতিয়ার রহমান আতা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আহত সাবেক মেম্বার সাইফুল ইসলাম বলেন, প্রতিপক্ষরা আমার স্বত্ব দখলীয় জমি ও দোকানঘর জোরপূর্বক বেদখল করতে আমাদের ওপর হামলা চালিয়ে আমাকে হাড়ভাঙ্গা ও ভাই মহাসিন আলীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনার ব্যাপারে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।