ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে

‘মেধা ও সততায় গড়বো বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার ১০টায় শহরের শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচক ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম তোমাদের মত মানুষ ছিল, কাজী নজরুলের মত কবি হওয়ার স্বপ্ন থাকতে হবে। মানুষ হওয়ার স্বপ্ন থাকতে হবে। দেশ পরিচালার দায়িত্ব তোমাদের নিতে হবে। নৈতিক গুণসম্পন্ন মানুষ হওয়ার স্বপ্ন দেখা ও স্বপ্ন বাস্তবায়ন করা খুবই জরুরি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাসেল, অধ্যাপক ড. কামরুল হাসান, শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন, ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিংয়ের পরিচালক রুহুল আমিন মল্লিক। হাফেজ সোলাইমানের কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জেলার বিভিন্ন উচ্চবিদ্যালয় ও মাদ্রাসার নবম এবং দশম শ্রেণির ১ম থেকে ৯ম রোলধারী ৫ শতাধিক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল।
আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের অফিস সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেন, পারভেজ আলম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপলোড টাইম : ০৯:৫৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

‘মেধা ও সততায় গড়বো বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার ১০টায় শহরের শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচক ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম তোমাদের মত মানুষ ছিল, কাজী নজরুলের মত কবি হওয়ার স্বপ্ন থাকতে হবে। মানুষ হওয়ার স্বপ্ন থাকতে হবে। দেশ পরিচালার দায়িত্ব তোমাদের নিতে হবে। নৈতিক গুণসম্পন্ন মানুষ হওয়ার স্বপ্ন দেখা ও স্বপ্ন বাস্তবায়ন করা খুবই জরুরি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাসেল, অধ্যাপক ড. কামরুল হাসান, শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন, ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিংয়ের পরিচালক রুহুল আমিন মল্লিক। হাফেজ সোলাইমানের কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জেলার বিভিন্ন উচ্চবিদ্যালয় ও মাদ্রাসার নবম এবং দশম শ্রেণির ১ম থেকে ৯ম রোলধারী ৫ শতাধিক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল।
আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের অফিস সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেন, পারভেজ আলম।