রাতের আধারে কৃষকের ফসল কেটে তছরুপ
- আপলোড টাইম : ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় কৃষকের ফসল কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের চরের মাঠে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে মাঠে গিয়ে কৃষক সাজ্জেক আলী তার ফসলের তছরুপ অবস্থা দেখতে পান।
ভুক্তভোগী কৃষক সাজ্জেক আলী বলেন, আমরা কৃষক। কৃষিকাজ করে আমাদের সংসার চলে। আমি ও আমার দুই ভাই নিজেদের তেমন কোনো জমি না থাকায় মানুষের কাছ থেকে লিজ নিয়ে ভুট্টা ও তামাক চাষ করেছি। রাতের আধারে কে বা কারা আমাদের জমির তামাক ও ভুট্টা কেটে দিয়েছে। আমরা তো কারও কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের এমন ক্ষতি কেন করলো। আমরা এখন জমির খরচ কেমন করে তুলবো.. আর জমির লিজ খরচ কেমন করে দেবো।
কেশবপুর গ্রামের এক প্রান্তিক চাষি বলেন, যে বা যারা এমন জঘন্য কাজ করেছে আমরা তার বা তাদের কঠিন শাস্তি চাই। ভুক্তোভোগী সাজ্জেকের ছোট ভাই হাসিবুল বলেন, যে বা যারা আমাদের এমন ক্ষতি করেছে আমরা তাদের শাস্তি চাই, আমরা থানায় বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছি। আমাদের ভরা ফসল কেটে দিয়ে আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমাদের প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ফসল নষ্ট করে দিয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, কেশবপুর গ্রামে কৃষকের ফসল কেটে তছরুপ করার বিষয়ে থানা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।