উথলী সূর্য তোরণ ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ
- আপলোড টাইম : ০৯:৫৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী উথলী সূর্য তোরণ ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উথলী বাজারে সূর্য তোরণ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ।
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর মেজবাহ উদ্দিন জাহিদকে সভাপতি এবং সাজেদুর রহমানকে সাধারণ সম্পাদক করে উথলী সূর্য তোরণ ক্লাবের ৩০ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকন, জিনারুল হক জান্টু ও স্বপন আলী, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, বাবু মিয়া, রুবেল আহমেদ সাঈদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-অর্থ সম্পাদক হজরত আলী, সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইনামুল হক, জুয়েল রানা ও আল আমিন হোসেন, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মুক্ত ও তৌহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমিত খান, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিসান আহমেদ, ধর্মীয় সম্পাদক শাহিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাম্মদ সগীর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান দেবাশিষ। এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোশারফ হোসেন, ইদ্রিস আলী ছোট, আনিছুর রহমান চান্দু, সিহাব উদ্দিন, হাসানুজ্জামান ফরহাদ, বকুল হোসেন, নাসির হোসেন লিটন এবং আরিফ হোসেন।