চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে- ফজলুল করিম
হাসিনার সরকার শিক্ষার ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে
- আপলোড টাইম : ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে এ সমাবেশের আয়োজন করা হয়। দুটি সমাবেশে প্রধান অতিথি থেকে শিক্ষকদের উদ্দেশ্যে বকব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
চুয়াডাঙ্গা:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেছেন, ‘মইন উদ্দিন ও শেখ হাসিনার সরকার সাড়ে ১৭ বছর স্বৈরাচার শাসন ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা এমনভাবে ধ্বংস করে দিয়েছিল যে, আমরা মুক্তভাবে বসে কোথাও সম্মেলন করতে পারিনি। ৫ আগস্টে স্বৈরাচার পতনের পর রাব্বুল আলামিন আমাদের মুক্ত আকাশের নিচে বসে সম্মেলন করার তৈফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন দেশ যদি ধ্বংস করতে হয়, তবে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। পতিত সরকার সেই ব্যবস্থায় করেছিল।’ গতকাল শনিবার চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চুয়াডাঙ্গা শাখা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ বি এম ফজলুল করিম অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ঈদের আগেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বোনাস ব্যবস্থা করতে হবে। কিন্ডারগার্টেনসহ বেসরকারি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। রাসুলুল্লাহ (স.) মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছিলেন। এই জন্য মসজিদকে ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দিতে হবে। কমপক্ষে ১০ হাজার মসজিদকে ইবতেদায়ী মাদ্রাসায় রূপান্তরিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, যশোর-কুষ্টিয়া অঞ্চলের শিক্ষা বিভাগের সমন্বয়ক ড. আলমগীর হোসেন, জেলার প্রধান উপদেষ্টা অ্যাড. রুহুল আমীন ও অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। আরও ক্তব্য দেন জীবননগর উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি হাফেজ বেলাল হুসাইন, দামুড়হুদা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শাহজাহান আলী, চুয়াডাঙ্গা পৌর শিক্ষক ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, দর্শনা উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি ইউসুফ আলী, গাংনী-আসমান খালী থানা শাখার শিক্ষক পরিষদের সভাপতি আজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি জহুরুল ইসলাম মামুমও কলেজ শিক্ষক পরিষদের সভাপতি শফিউল আরম বকুল।
মেহেরপুর:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা এগারোটার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আল-আমিন ইসলাম বকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে প্রথমত শিক্ষাঙ্গণ দুর্নীতিমুক্ত করতে হবে। পাশাপাশি সকল শিক্ষা সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে আনতে হবে। শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক রবিউল ইসলাম, যশোর কুষ্টিয়া অঞ্চলের সভাপতি ড. আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা ও মেহেরপুরের জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান।