আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু
- আপলোড টাইম : ০৯:৫০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সোয়া ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি ইমামতি করতেন।
স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন বলেন, আছরের নামাজ আদায় শেষে শুনতে পায় জাহাঙ্গীর আলম মারা গেছেন। পরে খোঁজ নিয়ে জেনেছি, বিকেলে জাহাঙ্গীর আলম তার ভাগেেন সম্রাটকে সঙ্গে করে মোটরসাইকেলে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। বৃষ্টি হওয়ায় খাদিমপুর মোড়ে রাস্তায় কাদায় পিচ্ছিল হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এসময় ট্রাক-বাস কিংবা অন্য কোনো যানবাহনের চাকা তার কপালের ্রপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজওনরা।
আলমডাঙ্গা থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগার আলী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।