দর্শনায় ৫২ পিস ইয়াবাসহ বিপ্লব গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
দর্শনা থানা-পুলিশের অভিযানে ইয়াবাসহ হাবিবুর হাকিম ওরফে বিপ্লব (২৮) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের তত্ত্ববধানে উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। হাবিবুর হাকিম ওরফে বিপ্লব দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার আকরাম খাঁর ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার পাঠানপাড়া, ইসলাম বাজার-শান্তিপাড়া সড়কের সুগন্ধা মাঠ এলাকা থেকে হাবিবুর হাকিম বিপ্লককে আটক করে পুলিশ। এসময় তার নিকট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, আটক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা নিয়মিত মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।