আন্দুলবাড়ীয়ায় বসন্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
‘এসো বন্ধু খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী বসন্ত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোস্তফা আমজাদ, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, উপজেলা যুবদলের অন্যতম সদস্য মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদের সাবেক আহ্বায়ক শেখ আরিফুজ্জামান আরিফ, বর্তমান সভাপতি সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক তোতা মিয়া, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক আহমেদ পল্লব খান, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ প্রমুখ।
টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ। খেলায় শাপলা ক্রিকেট একাদশকে ১১ রানে হারিয়ে কৃষ্ণচূড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।